ফেনী জেলা সমিতি, চট্টগ্রাম শনিবার, ০৭ ডিসেম্বর, ২০২৪০৯:০৮:১২
প্রতি, সকল আজীবন সদস্য
ফেনী জেলা সমিতি-চট্টগ্রাম এর সন্মানীত আজীবন সদস্যবৃন্দ আচ্ছালামু আলাইকুম।
দেশে মহামারী করোনা ভাইরাসের এই ক্রান্তিকালে আপনাদের এবং আপনাদের পরিবারের সকলের নিরাপত্তা ও সু-স্বাস্থ্য কামনা করছি। যাঁরা ইতিমধ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু বরন করেছেন, তাঁদের আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকাহত পরিবার বর্গকে সমবেদনা জ্ঞাপন করছি। করোনা মহামারীর কারনে বিগত দিনে ফেনী জেলা সমিতি-চট্টগ্রাম এর অনেক অনুষ্ঠান ও সভা-সমাবেশ করা সম্ভব হয় নাই। এ জন্য আমরা আন্তরীকভাবে দুঃখিত। আশা করি শিগ্রই এই মহামারী নির্মুল হবে এবং ফেনী জেলা সমিতি-চট্টগ্রাম এ পুর্বের ন্যায় প্রাণ চাঞ্চল্য ফিরে আসবে। মহামারীর এই ক্রান্তিকালে আপনারা নিজ নিজ অবস্থান থেকে, ফেনী জেলা সমিতি-চট্টগ্রাম এর সাথে যোগাযোগ রক্ষা করে যাবেন বলে আশা করি। সমিতির জন্য দান/অনুদান, যাকাত ইত্যাদি ক্ষেত্রে আশা করি সব সময়ে আপনাদের সাহায্যের হাত প্রসারিত রাখবেন ইনশাল্লাহ। বিশেষ করে সমিতির নতুন আজীবন সদস্য বাড়ানোর ব্যাপারে, আপনাদের পরিবারের সদস্যবৃন্দ, বন্ধু-বান্ধব, আত্মীয়বর্গ ও পরিচিতি মহলে উৎসাহ যোগাবেন এবং সহায়তা করবেন বলে আশা করি। আবারও আপনাদের এবং আপনাদের পরিবারের সকলের নিবাপত্তা ও সুস্বাস্থ্য কামনা করছি।
ধন্যবাদ।