ফেনী জেলা সমিতি, চট্টগ্রাম মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪    ০৪ : ০৯ : ০৩
Logo

সমিতির লক্ষ্য ও উদ্দেশ্য

সমিতির লক্ষ্য ও উদ্দেশ্য

১। এই সমিতি একটি অরাজনৈতিক সংগঠন হিসাবে কাজ করিবে এবং দেশের প্রচলিত আইনে সমাজকল্যাণ সংগঠন হিসাবে রেজিষ্টার্ড থাকিবে। অত্র সমিতির সমাজকল্যাণমূলক কার্যকরম সমগ্র বাংলাদেশে পরিব্যাপ্ত থাকিবে।

২। এই সমিতি সমাজসেবামূলক কাজে চট্টগ্রাম মহানগরে ও দেশের অন্যান্য স্থানে অবস্থিত সমাজকল্যাণমূলক সংগঠনের সঙ্গে মতি বিনিময় ও সহযোগিতা করিবে।

৩। অত্র সমিতি শিল্প সাহিত্যের উন্নয়ন ও শিক্ষা সংস্কৃতি বিকাশের জন্য কার্যক্রম গ্রহণ করিবে।

৪। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ/দুঃস্থ মানুষের সেবার জন্য কাজ করিবে এবং অন্যান্য সমাজসেবামূলক সংস্থার সহযোগিতায় বিনামূল্যে চিকিৎসার আয়োজন করিবে।

৫। এই সমিতি চট্টগ্রামে বসবাসরত ফেনী জেলার বিভিন্ন পেশার মানুষের মধ্যে সামাজিক বন্ধন, সম্প্রীতি ও সৌহার্দ্যের ভাব গড়িয়া তোলার প্রয়াস পাইবে।

৬। এই সমিতি সদস্যদের আপদে বিপদে সমবেদনা ও সহানুভূতি জ্ঞাপন করিবে এবং প্রয়োজনবোধে আর্থিক ও আইনানুগ সাহায্য ও সহযোগিতা প্রদানের প্রয়াস পাইবে।

৭। এই সমিতি সমগ্র দেশের বিশেষ করে ফেনী জেলার আর্থ-সামাজিক উন্নয়নের জন্য কাজ করিবে।

৮। এই সমিতি ফেনী জেলার বেকার যুবকদের কর্মসংস্থানের উপযোগী নানা ধরনের বৃত্তিমূলক প্রশিক্ষনের ব্যবস্থা করবে।

৯। এই সমিতি ফেনী জেলার গরীব ও মেধাবী ছাত্র/ছাত্রীদের বিনামূল্যে শিক্ষার উপকরণ বিতরণ ও বৃত্তি প্রদানের উদ্যোগ গ্রহণ করিবে।

১০। এই সমিতি মিলাদ মাহফিল, ঈদ পুনর্মিলনী, গুনীজন সংবর্ধনা, সেমিনার, আলোচনা সভা, গুরুত্বপূর্ণ জাতীয় দিবস উদযাপন ইত্যাদিন্র আয়োজন করিবে।

১১। এই সমিতি আদর্শ ও উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য বা সমিতির কার্যকরী পরিষদ কর্তৃক গৃহীত অন্য যে কোন কর্মসূচী বাস্তবায়নের জন্য দেশের যে কোন দানশীল ব্যাক্তি বা প্রতিষ্ঠান হইতে চাঁদা, অর্থ বা সম্পদ সংগ্রহ করিতে পারিবে এবং সংগৃহীত অর্থ/তহবিল রাষ্ট্রীয় গ্যারান্টিযুক্ত লাভজনক প্রতিষ্ঠান ও প্রকল্পে বিনিয়োগ করিতে পারিবে।