ফেনী জেলা সমিতি, চট্টগ্রাম শনিবার, ০৭ ডিসেম্বর, ২০২৪    ০৭ : ৩৭ : ১২

মেধাবৃত্তি প্রকল্প

স্থায়ী ও একক মেধাবৃত্তি প্রকল্পঃ

সমিতি স্থায়ী প্রকল্প হিসেবে চালু করে আসছে যার নাম “স্থায়ী মেধাবৃত্তি প্রকল্প”। ২৫,০০০/- টাকার উর্ধে প্রদান করে নিজস্ব নামে স্থায়ী মেধাবৃত্তি প্রকল্প চালিয়ে যেতে পারবেন। এই প্রকল্পের টাকা থেকে সমিতি লাভের অংশ শুধু প্রতিবছর তুলে দরিদ্র/মেধাবী ছাত্র/ছাত্রীদের মাঝে বৃত্তি দিতে পারে। মুল টাকা এফ.ডি.আর খোলা অবস্থায় থাকবে, স্পন্সর হিসেবে প্রদানকারীন নাম থাকবে ব্যাংক ও সমিতি হিসাবখাতায়, রেকর্ডপত্র বোর্ডে। এককালীন মেধাবৃত্তি প্রকল্প অভিষেক অনুষ্ঠানে ও প্রতি বছর মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে আমরা এককালীন বৃত্তি প্রদান করে থাকি। নিম্নতম ১০,০০০ টাকা দিয়ে এই অনুষ্ঠানে সক্রিয় সহযোগিতা করতে পারবেন। অনুষ্ঠানের ম্যাগাজিনে এককালীন অনুদানকৃত ব্যাক্তিদের নাম ও ফটো ছাপিয়ে কৃতজ্ঞতা প্রদান করে থাকি।