ফেনী জেলা সমিতি, চট্টগ্রাম শনিবার, ০৭ ডিসেম্বর, ২০২৪    ০৯ : ১২ : ১২

সম্পাদকের বক্তব্য

বিশ্বের বৃহত্তম সমুদ্র বন্দর ও বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম এর সাথে সারা বাংলাদেশের সংযোগরক্ষাকারী ফেনী জেলা যার তিন লক্ষাধিক ফেনীবাসীর প্রতিষ্ঠিত সংগঠন “ফেনী জেলা সমিতি-চট্টগ্রাম” তার নিজস্ব ভবন “ফেনী ভবন” চট্টগ্রাম এর চট্টেশ্বরী রোড এ ফেনীবাসীর সুখ, দুঃখের মিলনমেলার মধ্য দিয়ে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, চিকিৎসা, মেধাবৃত্তি, জাতীয় দিবস, শোক দিবস ও ধর্মীয় উৎসব পালন করে আসছে।

১৯৬৮ সালের ২৫ অক্টোবর প্রথম ফেনী এসোসিয়েশোনের নামে অত্র সমিতি জন্মলাভ করে। পরবর্তীতে বাংলাদেশ সরকার ফেনীকে জেলায় রূপান্তর করার পর সমিতির সন্মানিত সদস্য/সদস্যাদের সিদ্ধান্ত এর পরিপ্রেক্ষিতে বার্ষিক সাধারন সভায় ফেনী এসোসিয়েশনের নাম পরিবর্তন করে ফেনী জেলা সমিতি, চট্টগ্রাম করা হয়। সমাজসেবা অধিদপ্তর থেকে ফেনী জেলা সমিতি চট্টগ্রাম করা হয়। সমাজসেবা অধিদপ্তর থেকে ফেনী জেলা সমিতি চট্টগ্রাম নামে রেজিষ্ট্রেশন করা হয়। জন্মলগ্ন থেকে আজ অবধি যারা এই সমিতির নেতৃত্বে অথবা সহযোগিতায় থেকে অবদান রেখেছেন অথচ আমাদেরকে ছেড়ে চিরবিদায় নিয়েছেন আমি সমিতির পক্ষ থেকে শ্রদ্ধাভরে স্মরন করছি, শোকজ্ঞাপন করছি এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি।